আমি মো: মোর্শেদুর রহমান, ডাক নাম মিলন । একজন স্কাউটার। স্কাউটের আইন, প্রতিজ্ঞা ও মটো মনে প্রানে ধারন করেই বর্তমান অবধি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি। তারই লক্ষ্যে একটি ওপেন স্কাউট গ্রæপ প্রতিষ্ঠা করেছি । এর নাম “মিরপুর ঢাকা ওপেন স্কাউট গ্রæপ। শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুনাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই হচ্ছে এর উদ্দেশ্য। আমি বর্তমানে এই গ্রæপের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে কাজ করছি। স্কাউটিংকে ভালোবাসি বলেই স্কাউটিং এর সাথে সম্পৃক্ত সবকিছুকেই সংগ্রহ করতেও খুবই ভালোবাসি। স্কাউটিং এর সাথে সম্পৃক্ত ক্যাম্প ব্যাজ, পিন ব্যাজ, স্কার্ফ, ওয়াগেল, ডাকটিকেট, FDC, ম্যাচব·, লটারী টিকেট, স¥ারক ব্যাংক নোট ও কয়েন, বাকেল, স্কাউট পোশাক, ক্যাপ, স্যুভেনিয়র, অটোগ্রাফ, মেডেল , কলম, চাবির রিং এবং ডকুমেন্টস্ ইত্যাদি আমি সংগ্রহ করে থাকি। পেশাগত পরিচয় হল আমি একজন সিনিয়র নৃত্যশিল্পী । গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় এর অধীনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত আছি। আমি বাংলাদেশ ম্যাচব· কালেক্টরস্ ক্লাব এর প্লাটিনাম সদস্য । এছাড়াও Bangladesh Numismatic Collectors Society (BNCS), Bangladesh National Philatelic Association (BNPA) এবং Philatelists’ Association of Bangladesh (PAB)এর আজীবন সদস্য। সব মিলিয়ে তৃপ্তি তখনই পাই যখন নিজের পরিচয়টা একজন সংগ্রাহক হিসেবে আত্বপ্রকাশ পায়।
Film Stars on Match Covers
No comments:
Post a Comment